এই মুহূর্তে কলকাতা

হাসপাতাল ও সেফহাউজ গুলিতে অগ্নিকান্ড জনিত দুর্ঘটনা ঠেকাতে দমকল দপ্তর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে।

কলকাতা , ২২ সেপ্টেম্বর:- রাজ্যের কোভিড হাসপাতাল ও সেফহাউজ গুলিতে অগ্নিকান্ড জনিত দুর্ঘটনা ঠেকাতে রাজ্যের দমকল দপ্তর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই রাজ্যের ৮৩ টি কোভিড হাসপাতাল এবং ১৪৭ টি সেফ হাউজের ফায়ার অডিটের কাজ শেষ হয়েছে বলে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই কোভিড হাসপাতাল ও সেফ হাউজ গুলির অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তরে প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে। কলকাতা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার ২৫ টিরও বেশি হাসপাতালের অগ্নি সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে দপ্তরের তরফে সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য গত ৭ আগস্ট আমেদাবাদ একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজ্য সরকার এ রাজ্যের সমস্ত কোভিড হাসপাতাল এবং সেফ হাউজ গুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে ফায়ার অডিট করার সিদ্ধান্ত নেয়। তবে কলকাতা মেডিকেল কলেজ সহ বেশকিছু সরকারি-বেসরকারি কোভিড হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে দমকল দপ্তরের আধিকারিকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে ওই দপ্তর সূত্রে খবর।