এই মুহূর্তে জেলা

কোভিড সংক্রমণ ঠেকাতে শহরের গৃহহীনদের নিজস্ব আবাসগৃহে পাঠাতে উদ্যোগ হাওড়া পুরসভার।

হাওড়া , ২২ সেপ্টেম্বর:- কোভিড সংক্রমণ ঠেকাতে শহরের গৃহহীনদের নিজস্ব আবাস গৃহে পাঠাতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা। ইতিমধ্যেই হাওড়ায় জেলা প্রশাসনের তৎপরতায় একটু একটু করে কমছে করোনা সংক্রমণের হার। গত বৃহস্পতিবার জারি করা কন্টেনমেন্ট জোনের তালিকা অনুযায়ী হাওড়া পুরসভা এলাকায় কমেছে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও।  সাফল্যের সেই হার ধরে রাখতে এবার শহরের নানা অংশে থাকা গৃহহীনদের পুরসভার ভবঘুরে আবাসে পাঠাতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা। হাওড়ার কইপুকুর এলাকায় রয়েছে গৃহহীনদের জন্যে পুরসভার একটি আবাস গৃহ। যার পোশাকি নাম ‘ঘরে ফেরা’। কিছুদিন আগেই এটি গৃহহীনদের জন্যে তৈরি করে পুরসভা।

পুরসভা সূত্রের খবর, এই আবাসগৃহে ইতিমধ্যেই ৫০ জনের বেশি আবাসিক রয়েছেন। করোনা সংক্রমণ যেন এদের মধ্যেও ছড়িয়ে না পড়ে তাই তাদের শহরের গৃহহীন আবাসগৃহে রাখার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষকে ছোঁয়াচ এড়াতে যেখানে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরী প্রয়োজন ছড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হচ্ছে করোনা সংক্রমণের ভয়ে, সেখানে খোলা আকাশের নিচে কাটানো এই মানুষগুলোর মধ্যে যেকোনও সময়ে ছড়াতে পারে কোভিড সংক্রমণ। এমনকি সংক্রামিত হওয়ার পরে তাদের থেকেও ছড়াতে পারে কোভিড সংক্রমণ। সেই সম্ভাবনা রুখতেই শহুরে গৃহহীনদের পুরসভার আবাসগৃহে পাঠাতে উদ্যোগ নেওয়া হয়েছে।