এই মুহূর্তে কলকাতা

এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী সপ্তাহ থেকে ট্রাম চলাচল শুরু হবে।

কলকাতা , ২০ সেপ্টেম্বর:- শহরে কার্বন নির্গমন থেকে দূষন কমাতে রাজ্য সরকার বন্ধ থাকা আরও বেশ কয়েকটি রুট সংস্কার করে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রজনভীর সিং কাপুর আজ কলকাতায় বলেন, মে মাসে আমপান ঝড়ে ক্ষতিগ্রস্থ বেশ কিছু ট্রাম রুটকে সংস্কার করে ইতিমধ্যেই চালু করা হয়েছে। বন্ধ থাকা এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে আগামী সপ্তাহ থেকে ট্রাম চলাচল শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এটি চালু হলে ৬ টি রুটের মধ্যে ৫টি রুট চালু হবে বলে তিনি জানান। উল্লেখ্যে টালিগঞ্জ-বালিগঞ্জ, রাজাবাজার-হাওড়া সেতু, গড়িয়াহাট-এসপ্ল্যানেড, হাওড়া-শ্যামবাজার রুটে ইতিমধ্যেই ট্রাম চালু হয়েছে। দূষন কমাতে নিগম বর্তমানে শহরের বিভিন্ন রুটে ৮০ টি ইলেকট্রিক বাস চালাচ্ছে। চলতি বছরের শেষের দিকে আরও ৫০ টি বাস রাস্তায় নামানো হবে বলেও তিনি জানিয়েছেন।