কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- আনলক পর্বে লোকাল ট্রেন চালু হলে শিয়ালদা হাওড়ার মত প্রান্তিক স্টেশনে অত্যাধিক চাপ কমাতে বিকল্প পথের সন্ধান করা হচ্ছে। রেল পরিষেবা শুরুর আগে ভিড় নিয়ন্ত্রণ বা ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে প্রত্যেকটি শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। শিয়ালদহ স্টেশনের ওপরে চাপ কমাতে চক্র রেল পরিষেবা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। শহর কলকাতায় বিভিন্ন প্রান্তে যাত্রীদের পৌছে দিতে বিকল্প হিসেবে পরিষেবা বাড়ানো হতে পারে চক্ররেলের। রেল সূত্রে খবর বিধাননগর, শিয়ালদহ স্টেশনে যারা আসেন তাদের প্রায় ৮০ শতাংশ যাত্রী ফের টার্মিনাল স্টেশন থেকে ছড়িয়ে পড়েন কলকাতা শহরের একাধিক জায়গায়।চক্ররেল পরিষেবা বাড়িয়ে এই যাত্রীদের কলকাতা, টালা, বড়বাজার, বিবাদী বাগ, প্রিন্সেপ ঘাট সহ একাধিক স্টেশনে পৌছে দেওয়ার সুযোগ দিলে একদিকে যেমন শিয়ালদহ স্টেশনের ওপর চাপ কমবে তেমনই মানুষের যাতায়াত সহজ হবে বলে মনে করা হচ্ছে।
চক্ররেলের বিভিন্ন স্টেশন থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা যুক্ত। ফলে লোকাল ট্রেনেই সবাই পৌছে যাবেন উত্তর, দক্ষিণে। টালা, কলকাতা, বাগবাজার স্টেশন থেকে শ্যামবাজার সহ উত্তরের একাধিক জায়গায় যাওয়া সম্ভব। শোভাবাজার ও বড়বাজার স্টেশন থেকে কলকাতার বাণিজ্যিক জায়গায় যাওয়া সম্ভব। বিবাদী বাগ, ইডেন গার্ডেন ও প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে সেন্ট্রাল কলকাতা বিজনেস ডিস্ট্রিক্ট আসা যাওয়া সহজ। এছাড়া এক ট্রেনেই চলে যাওয়া সম্ভব বালিগঞ্জ, যাদবপুর, মাঝেরহাট, নিউ আলিপুর। শিয়ালদহ ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সেক্ষেত্রে চক্র রেলের সংখ্যা বাড়লেশিয়ালদহ স্টেশনের ওপর চাপ কমবে বলে মনে করা হচ্ছে।