কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- চাষের জমিতে জল সেচের জন্য বিদ্যুতের খরচ ও পরিবেশ দূষণের হার কমাতে রাজ্য সরকার সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের উপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া,বীরভূম ,ঝাড়গ্রাম, পুরুলিয়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে এ ধরনের এক হাজার সৌরশক্তি চালিত পাম্প বসানো হয়েছে বলে জল সম্পদ উন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে। পদ্ধতিগত কারণে উত্তরবঙ্গে এই ধরনের পাম্প বসানোর খরচ তুলনামূলক কম হওয়ায় সেখানকার জেলাগুলিতে সৌরশক্তি চালিত পাম্প ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলাতে এই ধরনের পাম্প ব্যবহার করে প্রায় ২ হাজার হেক্টর জমিকে সেচ সেবিত করে তোলা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বর্ধমান জেলায় ১২ হেক্টরের বেশি এবং ঝাড়গ্রামে ৫৯১ হেক্টর জমি কে এই পদ্ধতিতে সেচের আওতায় আনা হয়েছে। সৌরশক্তিচালিত পাম্প এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যাওয়া সম্ভব বলে এতে সেচের খরচ তুলনামূলকভাবে অনেক কম হয় বলে দপ্তরের তরফ এ দাবি করা হয়েছে।
Related Articles
কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ থাকছে আলিপুর চিড়িয়াখানা।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ রাখা হবে আলিপুর চিড়িয়াখানা। এমনিতেই প্রতি সপ্তাহে সোমবার চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। যেহেতু চলতি সপ্তাহে ভোট তাই রবিবার চিড়িয়াখানা বন্ধ রেখে সোমবার খোলা হবে। এই নির্দেশিকা জারি করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দীর্ঘ বিধিনিষেধের জেরে চিড়িয়াখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় […]
বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা আকাশবাণী সহ এফ এম স্টেশন গুলির।
কলকাতা, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিতে আকাশবাণী সহ বেসরকারি এফএম স্টেশন গুলি অভিনব উদ্যোগ নিয়েছে। আজ থেকে বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে বেতার অনুষ্ঠানের উপস্থাপকেরা শ্রোতাদের উদ্দেশ্যে নানা পরিবেশ সচেতনতামূলক বার্তা দেবেন। বিভিন্ন হ্যাম রেডিও এবং কমিউনিটি রেডিও সংস্থাও এই উদ্যোগে সামিল হওয়ার কথা জানিয়েছে। সম্প্রতি ইউনিসেফ এবং একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে […]
ডোমজুড়ে বাঘের আতঙ্ক, বন দফতরের দাবি এটি বাঘরোল। পাতা হলো খাঁচা।
হাওড়া, ৩০ আগস্ট:- রাতের অন্ধকারে বাঘের আতঙ্ক ছড়ালো হাওড়ার ডোমজুড়ে। গত তিনদিন ধরে স্থানীয় কোরলা সর্দারপাড়ায় রাতের অন্ধকারে বাঘের মতো দেখতে একটি প্রাণীকে দেখেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সিসিটিভিতেও বাঘের মতো দেখতে সেই প্রাণীটির ছবি ধরা পড়ে। সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে আশপাশের কয়েকটি গ্রামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন […]








