এই মুহূর্তে জেলা

শীতলকুচির ডাকঘোড়া বাজারে পরপর তিনটি দোকানে চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা ।

কোচবিহার , ১৬ সেপ্টেম্বর:- এক রাতে পরপর তিনটি দোকানের তালা ভেঙে সমস্ত কিছু লুট করে নিয়ে গেল দুষ্কৃতিরা। এমনি ঘটনায় চাঞ্চল্য চুরির ঘটনা ঘটল শীতলকুচি থানার অন্তর্গত ডাকঘোড়া বাজারে। জানা গেছে, ডাকঘোড়া বাজারের ব্যবসায়ী স্বপন সিংহ, সোহাগ সিংহ, এবং শ্রীনিবাস পালের গালামাল ও কাপড়ের দোকানে তালা ভেঙে গালামালের বেশ কিছু সামগ্রী ও টাকা পয়সা তৎসহ কাপড়ের দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা পয়সা এবং জামা কাপড় চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা। বুধবার সকাল বেলায় তারা এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা অবস্থায়। তারপর দোকান খুলে দেখে চুরি হয়ে গেছে দোকানের বেশ কিছু সামগ্রী ও নগদ কিছু টাকা পয়সা। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।এই ঘটনার জেরে এলাকার অন্যান্য ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

এ বিষয়ে চুরি জাওয়া এক দোকানের মালিক স্বপন কুমার সিংহ জানান, গতকাল হাটবার ছিল, প্রায় ২৫০০০ টাকার গালামালের খরচ এনে দোকানে রেখেছ ছিলাম। রাতের বেলায় আটবস্তা চাল, চারবস্তা ডাল, সরিষার তেলের জার সহ অন্যান্য সামগ্রী তাছাড়া ক্যাশবাক্স থাকা প্রায় ১০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। অন্যদিকে অনুরূপ সোহাগ সিংহের দোকানেও চালের বস্তা এবং সরষের তেল তৎসহ ক্যাশবাক্স ভেঙে নগদ অর্থ সহ বেশ কিছু মালপত্র নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। একই ঘটনা ঘটে শ্রীনিবাস পালের কাপড়ের দোকানেও। পরে সমস্ত ব্যবসায়ীরা মিলে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শীতলখুচি থানা সূত্রে জানা গেছে, চুরির ঘটনা আমরা শুনেছি এবং থানায় এসে ব্যবসায়ীরা অভিযোগ দায়ের করেছে। সরজমিনে গিয়ে বিষয়টা প্রতক্ষ্য করা হয়েছে। পুর ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।