এই মুহূর্তে জেলা

উন্নয়নের কাজে গতি আনতে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকার নিয়ম কিছুটা শিথিল করেছে।

নবান্ন , ১৬ সেপ্টেম্বর:- গ্রাম উন্নয়নের কাজে গতি আনতে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দের ক্ষেত্রে রাজ্য সরকার নিয়ম কিছুটা শিথিল করেছে। নাবার্ড এর আওতায় চলা গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প গুলির চূড়ান্ত প্রশাসনিক এবং আর্থিক অনুমোদন এখন থেকে অর্থ দপ্তরের পরিবর্তে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের সচিবের কাছ থেকেই পাওয়া যাবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর ফলে প্রকল্পের অর্থ অনুমোদনের ক্ষেত্রে সময় অনেকটাই কম লাগবে বলে আধিকারিকদের একাংশ মনে করছেন। অর্থ দফতর থেকে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য রাজ্যে বর্তমানে গ্রামীণ রাস্তা, সেতু, সেচ এর মত বিভিন্ন ক্ষেত্রে গ্রাম উন্নয়ন প্রকল্পে যে প্রায় ২০ হাজার কোটি টাকার কাজ চলছে সেই কাজে গতি আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী পয়লা অক্টোবর থেকে পরিবর্তিত নতুন নিয়ম কার্যকরী হবে।