এই মুহূর্তে কলকাতা

এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন।

কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- এক একর জমিতে নিউটাউনে তৈরি হতে চলেছে আমলকি বন। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(এনকেডিএ) এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার( নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে নিউটাউনকে সবুজায়নের লক্ষ্যে এবার নিউটাউনের এক্সশন এরিয়া তিন এ আমলকি বন তৈরি করা হচ্ছে। ২০০টি আমলকি গাছ লাগানো হয়েছে। আজ আমলকি গাছ লাগিয়ে আমলকি বন এর সূচনা করলেন এনকেডিএ তথা হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান ডাঃ শংকর দাস মহাপাত্র। এনকেডিএ ও হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন বলেন, আমফানে প্রচুর গাছের ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে গাছ লাগাতে। আমরা আজকে একটা এনজিও এর সঙ্গে যৌথভাবে গাছ লাগালাম। আমরা টার্গেট নিয়েছিলাম এবছর নিউটাউনে ১০ হাজার গাছ করব। আজ ১০ হাজার গাছ লাগানো পূর্ন হল। সেটা বড় কথা নয়। বড় কথা হল আমরা অতীতে নিম বনানী করেছি। সেখানে প্রচুর নিম গাছ লাগানো হয়েছে। আজ এখানে আমলকি বন করা হল। এটা থেকে ভিটামিন সি তে কোভিড রোখা যাবে। আর এটা থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে স্থানীয় গ্রামবাসীদের আর একটু উপার্জন ক্ষমতা বাড়ানো যায় সেই প্রক্রিয়া শুরু করলাম।