এই মুহূর্তে খেলাধুলা

অস্ট্রেলিয়া সফরে দ্বিগুণ সংখ্যক ক্রিকেটার নিয়ে যেতে হবে বিরাটদের।

স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- আইপিএল শেষ হতেই করোনা পরবর্তী পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দিয়েই, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। ১০ নভেম্বর শেষ হচ্ছে দুবাইয়ে ত্রয়োদশ আইপিএল। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট শুরু ৩ ডিসেম্বর। মাঝে মাত্র রয়েছে তিন সপ্তাহ সময়। অস্ট্রেলিয়া গিয়ে দু’সপ্তাহের কোয়ারান্টাইনে পর্ব সারতে হলে প্রস্তুতির সেভাবে কোনও সময়ই থাকবে না বিরাটদের হাতে। মরুদেশের পাটা উইকেট থেকে সোজা গিয়ে খেলতে হবে অস্ট্রেলিয়ার গ্রিনটপ বাউন্সের পিচে। তাও আবার অস্ট্রেলিয়ার ঘরের মাঠে দিনরাতের টেস্টে মুখোমুখি হতে হলে, কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে কোহলি অ্যান্ড কোম্পানিকে। অন্যদিকে এমনিতে টেস্ট বা ওয়ান ডে-তে বিদেশ সফরে খেলতে গেলে ১৬ জনের দল নিয়ে যায় টিম ম্যানেজমেন্ট। এবারে সংখ্যাটা দ্বিগুণ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

কারণ করোনা পরিস্থিতিতে প্লেয়ার এক্সচেঞ্জ নিয়ম চালু করেছে আইসিসি। কোভিড ধরা পড়লে পরিবর্ত ক্রিকেটার নামানো হবে। সম্প্রতি দেখা গিয়েছে ইংল্যান্ডে তিনটি সিরিজ হয়েছে। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ, তার পরে পাকিস্তান খেলেছে। এখন চলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। টেস্ট, টি-২০ ও ওয়ানডে ফরম্যাটে দেখা গিয়েছে ইংল্যান্ডের পৃথক-পৃথক টিম। তেমনই ভাবনা নিতে চলেছে বিসিসিআই। টেস্ট খেলা চলাকালীন কোনও ক্রিকেটারের করোনা সংক্রমণ দেখা দিলে, প্রয়োজনে ওয়ান ডে স্কোয়াড থেকে কাউকে টেস্ট দলে আনা হবে। তাই এমনিতে টেস্ট এবং ওয়ানডের দল আলাদা-আলাদা সফরে যায়। সূত্রের খবর এবার একইসঙ্গে মেইন ইন ব্লুর টেস্ট এবং সীমিত ওভারের দলকে অস্ট্রেলিয়ার ফ্লাইটে তুলতে পারে বিসিসিআই।