এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৬ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে।

কলকাতা, ১২ সেপ্টেম্বর:- জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৬ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় তিন হাজার ৪২ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৭২ হাজার ৮৫ জন করণা থেকে সংক্রমণ মুক্ত হলেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ১৬১ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ ৯৯ হাজার ৪৯৩ জন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সময়ে আরও ৫৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উত্তর ২৪ পরগনার বিভিন্ন হাসপাতালে ১৬ জন ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১২ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে ,রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল তিন হাজার ৮৮৭ জন। যার মধ্যে এক হাজার ৪৬১ জন কলকাতা ও ৮৭৬ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৩ হাজার ৫২১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪৭ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৪ লাখ ২২ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হলো।