এই মুহূর্তে খেলাধুলা

রবিবার আইপিএল এর সূচি ঘোষণা , অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা ।

স্পোর্টস ডেস্ক , ৫ সেপ্টেম্বর:- রবিবারই আইপিএল এল পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে। শুক্রবার দিনভর আইপিএলের সূচির অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। এমনকী টুইটারে ‘আইপিএল ফিক্সচার’ ট্রেন্ডিংও হয়ে গিয়েছিল। কিন্তু সূচি প্রকাশিত হয়নি। শনিবার পরিষ্কার হল ছবিটা। লিগ চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন, রবিবার সূচি প্রকাশ। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) শুরু আইপিএল ১৩। অর্থাৎ বাকি আর সপ্তাহ দুয়েক। অন্যান্যবার টুর্নামেন্ট শুরুর অনেক আগেই সূচি ঘোষণা হয়ে যায়।

কিন্তু করোনা পরিস্থিতি সবটাই বদলে গিয়েছে। ভারত থেকে টুর্নামেন্ট চলে গিয়েছে UAE। কোভিড বিধি মেনেই চলছে আয়োজন ও প্রস্তুতি। তাই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এবার সূচি প্রকাশ করতে সময় নেওয়া হচ্ছে। ম্যাচের মধ্যে যাতে পর্যাপ্ত ব্যবধান রাখা যায়, সেটা দেখতে হবে। তাছাড়া প্রথম ম্যাচ মুম্বই বনাম চেন্নাই হবে কিনা, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। কারণ চেন্নাই দলের দুই ক্রিকেটার-সহ ১৩ জন করোনা আক্রান্ত হন। সবমিলিয়েই তাই চূড়ান্ত সূচি ঘোষণা করতে সময় নিচ্ছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। তবে সেই প্রতীক্ষার অবসান ঘটবে রবিবার।