এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়ায় বিজেপি দলের সন্ত্রাসের প্রতিবাদে পুরোনো কর্মীদের দলে ফেরানোর ডাক তৃণমূলের।

হুগলি , ৫ সেপ্টেম্বর:- বিজেপি দলের সন্ত্রাসের প্রতিবাদে ও তৃণমূল দলের পুরোনো কর্মীদের দলে সম্মানের সাথে ফেরানোর ডাক দিল তৃণমূল কংগ্রেস।শনিবার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের যুব সভাপতি শেখ মঈনুদ্দিন এর নেতৃত্বে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে বিশাল মিছিল করলো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। মিছিল থেকে বিজেপি দলের সন্ত্রাসের প্রতিবাদ জানানো হয়। মিছিল শেষে তৃণমূল নেতা মঈনুদ্দিন দলের পুরোনো কর্মীদের দলে ফেরার ডাক দেন। জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ মঈনুদদিন যিনি বুদো নামে পরিচিত এলাকার এক সময় কার দাপুটে নেতা যার সময় কালে ওনেক বড় বড় ধটনার খবর শিরোনামে এসেছে জাঙ্গীপাড়া থেকে l

ওই এলাকায় সিপিএম কে হারানোর পিছনে ছিল বুদোর বড় ভুমিকা l তিনি গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়ে পঞ্চায়েত নির্বাচনে তার অনুগামীদের টিকিট দল না দেয়ায় প্রায় কোণঠাসা হয়ে পড়েন l এক সময় যিনি সন্ত্রাস করতেন বলে অভিযোগ ছিলো পরে তিনিই না না সন্ত্রাসের শিকার হোন l তৃণমূলে থাকতে থাকতেই বিজেপি তে যোগদান করেন বলে খবর রোটে জায় পরে অবশ্য তিনি জানান তিনি তৃণমূলেই আছেন l জল্পনা শুরু হয়েছে নতুন করে জাঙ্গীপাড়া জুড়ে আবার কি আগের মতো উত্তপ্ত হয়ে উঠবে জাঙ্গীপাড়া ? নাকি নতুন করে তৃণমূলের পুরানো কর্মীরা আবার সসন্মানে দলে জায়গা পাবে ? নাকি আরও প্রকট হবে গোষ্ঠী দ্বন্দ্ব ? সেখ মহিউদ্দিনের নেওয়া কয়েকটি কর্মসূচিতে পুরানো তৃণমূলের কর্মীদের অংশগ্রহণ আলাদা ইঙ্গিত দিচ্ছে l তাহলে আবারো কি জাঙ্গীপাড়ার দখল নিতে চলেছে বুদ গোসটি প্রশ্ন একটা থেকেই যাচ্ছে