এই মুহূর্তে জেলা

তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। হাওড়ায় বললেন দিলীপ ঘোষ।

হাওড়া , ৪ সেপ্টেম্বর:- “তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। আমরা কাউকে মৃত্যুভয় দেখাই না। দেখানোর দরকারও নেই। জনগণই ওদের রাস্তা দেখিয়ে দেবে।” শুক্রবার দুপুরে হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে এসে বীরভূমের অনুব্রত মন্ডল ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই কর্মসূচি নিয়ে সারা রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি হাওড়াতেও অবস্থান কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেখানেই উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুকে অনুব্রত মন্ডল নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি অনুব্রত মন্ডল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। সাংবাদিকরা বলেন, বীরভূমে অনুব্রতর বিরুদ্ধে তাঁদেরই দলনেতা যখন ক্ষোভ দেখান তখন তাঁকে বের করে দেওয়া হল। আপনার কি মনে হয় বীরভূমে অনুব্রত ছাড়া কারও হাতে দল চলবে না ?

সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু জানান, ” ওকে নিয়ে বলার কিছু নেই। যা বলবে ওখানকার নেতারা বলবে। সবাই দেখছেন যা হচ্ছে ওদের শেষের শুরু হয়ে গিয়েছে।” অনুব্রতকে মৃত্যুভয় দেখানো হবে এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান,”আমরা কাউকে মৃত্যুভয় দেখাইনা। দেখাবার দরকার নেই। পাবলিক রাস্তা দেখিয়ে দেবে।” এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ আরও বলেন, আমি বলছি আজ হোক বা কাল এই সরকারের পরিবর্তন হবে। নবান্ন থেকে গঙ্গা বেশি দূর নয়।আর সরকারের বিসর্জন হবে গঙ্গাতে। সেই বিসর্জনের বাজনা বাজতে আরম্ভ করেছে। আমাদের যে সব কর্মীদের বা অন্যান্য লোকেদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব মামলা তুলে নেব। একজনের উপরেও কোনও মোকদ্দমা চলবে না। যে সব পুলিশ কর্মীরা টিএমসির কথা শুনে পাপ কাজ করছেন তাঁদের নামটাও লিখে রাখব। এক বছরের মধ্যে অবসর হবে না, চাকরি করতে হবে।

আমরা ভদ্রলোকের কাছে ভদ্রলোক ছোটলোকেদের কাছে ছোটলোক। কত কর্মী বাড়িঘর ছেড়ে আছেন। সন্তানরা খেতে পাচ্ছে না। দিনের পর দিন বাইরে থাকতে হচ্ছে। যে সব পুলিশ অফিসার যারা এই পাপের সঙ্গ দিচ্ছে এবং সেই সব টিএমসি নেতা তাঁদের নাম লিখে রেখেছি। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা, যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং প্রমুখ।বাংলায় রাজনৈতিক হিংসা, দুর্নীতি, স্বজনপোষণ, বিজেপি কর্মীদের হত্যা, মিথ্যা কেস দিয়ে হয়রানির প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে সব প্রশাসনিক ভবনের সামনে বিজেপির তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। হাওড়ায় জেলা সদর বিজেপির তরফ থেকে এই কর্মসূচি হয়। মঞ্চে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের কর্মসূচিতে বহু বিজেপি কর্মী সমর্থক হাজির ছিলেন।