স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- আইপিএলে সিএসকে দলের যখন দুই ক্রিকেটার সহ করোনা আক্রান্ত বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ, ঠিক তখনই করোনা বিধির তোয়াক্কা না করে দল বেঁধে সমুদ্র স্নানে নেমে উল্লাসে মাতলেন কিংস ইলেভেন পঞ্জাব এর ক্রিকেটাররা। ক্যামেরাবন্দি হল একের পর এক ছবি। আর তাঁদের নেতৃত্বে দলের হেডস্যার তথা অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। গত এক সপ্তাহ ধরে কোয়ারান্টাইনে ছিলেন ইশান পোড়েল, মহম্মদ শামিরা। তুমুল গরমের মধ্যে বেশ কঠিন ট্রেনিং করেছেন তাঁরা। সেই কারণেই কোয়ারান্টাইন শেষ হওয়ার পরের দিন সবাইকে ছুটি দিলেন কোচ কুম্বলে।
আর এত দিনের একাকিত্ব কাটাতে দলের ছেলেদের মঙ্গলবার সন্ধেয় সমুদ্র সৈকতে নিয়ে চলে আসেন। ক্রিকেটারদের মন ভাল রাখতে না পারলে তাঁদের কাছ থেকে সেরা পারফরম্যান্স পাবেন কী করে? শখের ফোটোগ্রাফার কুম্বলে তাই দলের ছেলেদের এক একজনের এক এক পোজে ছবিও তুলে রাখলেন। কিন্তু অনিল কুম্বলের মতো অভিজ্ঞ কোচ হয়ে করোনার তোয়াক্কা না করে কী করে দলের সবাইকে একসঙ্গে সমুদ্রে নামতে দিলেন, সেটাই প্রশ্ন। যে দলে অ্যান্ড্রিউ লিপাস, আড্রিয়ান লে রু-র মতো নামী ফিজিও, ট্রেনাররা রয়েছেন, সেই দলের ক্রিকেটারদের ক্ষেত্রে এমন ঘটল কেন, সেই প্রশ্নও তুলছেন বোর্ডের কেউ কেউ। এই ঘটনায় অসন্তুষ্ট বিসিসিআই এর আধিকারিকরাও।