কলকাতা , ১ সেপ্টেম্বর:- রাজ্যের সূরা প্রেমীদের জন্য সুখবর ৷ আজ থেকেই শর্তসাপেক্ষে রাজ্যে বার খুলে যাচ্ছে ৷ বারের পাশাপাশি রেস্তোরাঁতেও মদ বিক্রি করা যাবে আজ থেকে ৷ এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । বার ও রেস্তোরাঁয় কড়া ভাবে করোনা বিধি মেনেই মদ বিক্রি করা যাবে ৷ পাঁচ মাস পর রাজ্যের হোটেল ও রেস্তোঁরাগুলিতে মদ বিক্রির ছাড়পত্র দেওয়া হল৷তবে এই বিষয়ে আবগারি দফতর কিছু বিধিনিষেধ জারি করেছে যাতে বলা হয়েছে , মোট আসনের ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
ডান্স ফ্লোর ব্যবহার করা যাবে না । বারের কর্মী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে হবে । নিয়মিত হাত ধুতে হবে এবং বার স্যানিটাইজ করতে হবে । স্থানীয় প্রশাসন যতক্ষণ রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেবে ততক্ষণই বার খুলে রাখা যাবে । করোনা মোকাবিলায় FSSAI-এ বিধি মেনে খাবার পরিবেশন করতে হবে । কনটেনমেন্ট জোনে বার খোলা যাবে না । মার্চ মাসের ২৫ তারিখ থেকে লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বারগুলি বন্ধ করে দেয় প্রশাসন । মে মাসের ৪ তারিখে রাজ্যের সরকার অনুমোদিত মদের দোকানগুলি খোলার নির্দেশ দেয় । তবে বেশ কিছু শর্ত চাপানো হয় । আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে ,পশ্চিমবঙ্গে কমতে চলেছে মদের দামও ৷
সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর থেকেই রাজ্যে মদের দাম কমে যাবে বলে খবর৷রাজ্য সরকারের কোষাগারে একটি বড় অংশই আসে আফগারি রাজস্ব থেকে৷ লকডাউন চলাকালীন মদ বিক্রি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ায় কোষাগারে ব্যাপক টান পড়ে৷ পরবর্তীকালে কেন্দ্র মদের দোকান খোলার অনুমতি দিলে কোষাগারের ঘাটতি মেটাতে ৩০ শতাংশ আফগারি শুল্ক বৃদ্ধি করে রাজ্য সরকার ৷ একলাফে ৩০ শতাংশ আফগারি শুল্ক বেড়ে যাওয়ায় জুন, জুলাই মাসে মদের বিক্রিতে ভাঁটা পড়ে৷ মদের দাম কতটা কমবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ৷