এই মুহূর্তে খেলাধুলা

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ ক্রীড়া জগতের ।

স্পোর্টস ডেস্ক , ৩১ আগস্ট:- প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অস্ত্রোপচারের পর মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে ভুগছিলেন, তার উপর করোনা সংক্রমণ হয়েছিল। দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। সোমবার বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ৮৪ বছর বয়সে তিনি প্রয়াত হন। প্রণববাবুর প্রয়াণে ক্রিকেট দুনিয়া থেকে ভারতের প্রাক্তন ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ টুইট করেছেন। শোকপ্রকাশ করে লক্ষ্মণ লেখেন, ‘প্রণববাবুর প্রয়াণে শোকার্ত। ওনার আত্মার শান্তি কামনা করি।’ শোকপ্রকাশে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা লিখেছেন, ‘প্রণব মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি। দেশের কাছে তিনি শুধু নেতা নয়, সব ক্ষেত্রেই তিনি দারুণ একজন অনুপ্রেরণা।’

দেশের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘দেশ দারুণ একজন নেতাকে হারাল। শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর ভাবে শোকার্ত। রাজনীতির দুনিয়ায় নক্ষত্র খসে পড়ল। ওনার আত্মার শান্তি কামনা করি। পরিবারকে সমবেদনা জানাই।’প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কিংবদন্তি সচিন। লিটল মাস্টার টুইটে লেখেন, ‘প্রণববাবু প্রয়াণের খবরে মনটা ভারী হয়ে গেল। ভারতীয় রাজনীতিকে দীর্ঘদিন ধরে সেবা করে গিয়েছেন। ওনার পরিবারকে সমবেদনা জানাই। ওনার আত্মার শান্তি কামনা করি।’ ভারতীয় বক্সার বিজেন্দ্রর সিং টুইট করে জানিয়েছেন, ‘ভারতীয় রাজনীতিতে প্রণব মুখোপাধ্যায়ের অবদান অনশ্বীকার্য। প্রণববাবু শুধু দারুণ একজন নেতাই ছিলেন না, সাধারণ মানুষের কাছে তিনি একজন পথপ্রদর্শক, লেখক ও বহুমুখী প্রতিভার মানুষ ছিলেন।’