এই মুহূর্তে জেলা

লকডাউনে হাওড়া ব্রিজেই ‘আশ্রয়’ বেশ কিছু যাযাবর পরিবারের।


হাওড়া , ২০ আগস্ট:- বৃহস্পতিবার লকডাউনের সকালে পুলিশের ‘বাধা’ পেয়ে কয়েকটি যাযাবর পরিবার পড়ে যান চরম বিপাকে। এদের কোথাও আশ্রয় না থাকায় এরা তখন হাওড়া ব্রিজ দিয়ে পায়ে হেঁটে কলকাতার দিকে যেতে শুরু করেন। কিন্তু সারা রাজ্যে সার্বিক লকডাউন থাকায় সেখানেও পুলিশ তাদের সেখানেও আটকায়। তাই উপায় না দেখে ওই যাযাবর পরিবারগুলি হাওড়া ব্রিজের উপরেই উপরে প্রবল বৃষ্টির মধ্যেই কোনওমতে আশ্রয় নেন। মাথায় প্লাস্টিক আর ত্রিপল দিয়ে কোনওরকমে নিজেদের রক্ষা করতে চাইলেও প্রবল বৃষ্টির মধ্যে নাজেহাল হন তারা। বিশেষত মহিলা শিশুরা বৃষ্টিতে অসহায় অবস্থার মধ্যে পড়েন। এই খবর সংবাদমাধ্যমে প্রচারিত হতেই দ্রুত উদ্যোগ নেয় পুলিশ।

এদের ব্রিজের উপর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বিহার থেকে আসা বেশ কয়েকটি যাযাবর পরিবার লকডাউন থেকেই এরাজ্যে আটকে পড়েছিলেন। এরা কার্যত সুন্দরবনে মধু সংগ্রহের কাজে এসেছিলেন। সেখান থেকে ফিরে এরা লকডাউনের জেরে আটকে পড়েন। মহিলা শিশু সহ কার্যত প্রায় শ’খানেক মানুষ হাওড়া ব্রিজের নিচে ঋষি বঙ্কিম চন্দ্র রোড সাবওয়ের কাছে এরা আশ্রয় নিয়েছিলেন। এদিকে, দু’দিনের টানা সার্বিক লকডাউন শুরু হওয়ায় এদিন এদের সেখান থেকে সরে যেতে বলা হয়। এরপরই তারা কোথাও যেতে না পেরে হাওড়া ব্রিজে চলে আসেন।