এই মুহূর্তে জেলা

রাস্তায় জমা জলে বিদ্যুতের তার। তড়িদাহত হয়ে দুই যুবকের মৃত্যু হাওড়ায়।


হাওড়া , ২০ আগস্ট:- লকডাউনের দিন রাস্তার জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বি গার্ডেন থানা এলাকার একটি সরকারি আবাসনের সামনের রাস্তায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সুমন শর্মা এবং শ্রীকান্ত দাস। সুমন বি গার্ডেন থানা এলাকার লক্ষ্মীনারায়ণতলা এবং শ্রীকান্ত শ্যামময়ী রোডের বাসিন্দা। সুমন পেশায় টোটোচালক। এদিন সে ও তার বন্ধু শ্রীকান্ত একটি বাড়ির কাজে ও গঙ্গায় স্নান করতে যাচ্ছিল। বর্ষার জলে ওই রাস্তা এমনিতেই ভর্তি ছিল। তাছাড়া এদিন জোয়ারের জল উঠে পড়েছিল রাস্তায়। আগে থেকেই পোস্টের ওভারহেডের বিদ্যুৎবাহিত তার সেইখানে পড়েছিল। এরা সেই তার কেউই দেখতে পাননি।

সেখানে পৌঁছোতেই এরা দু’জন তড়িতাহত হয়ে জলে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে যান হাওড়া জেলা হাসপাতালে। সেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে এদিনের এই মর্মান্তিক এই ঘটনায় বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ এদিন সকালে সেখানকার একটি পোস্টে আগুন লাগে। বিষ্ফোরণও হয়। এরপর খবর পেয়ে সংস্থার কর্মীরা ঘটনাস্থলে এলেও তাঁরা কিছু করেনি। তাঁদের গাফিলতির জন্য এমন ঘটনা ঘটেছে। বোটানিক্যাল গার্ডেন রোড ডেইলি ওয়ার্কারস অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস দাস জানান, ওই বিদ্যুৎ সংস্থাকে মৃতদের দু’জনের পরিবারকে ক্ষতিপুরণের দাবি জানাচ্ছি।