এই মুহূর্তে জেলা

আমফানের পর বৃক্ষরোপণ ও কোভিড পরিস্থিতিতে রক্তদান শিবির হাওড়ায়।

হাওড়া , ১৯ আগস্ট:- রক্তদান শিবির ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হল বুধবার হাওড়ার শরৎ সদনে। এদিন শরৎ সদনের মুক্তাঙ্গনে ওই অনুষ্ঠান হয়। হাওড়া মিনিউসিপ্যাল কর্পোরেশন কনট্রাকচ্যুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এই মহতী কার্যক্রম অনুষ্ঠিত হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়। ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী, প্রাক্তন মেয়র পারিষদ বাণী সিংহ রায়, দিব্যেন্দু মুখার্জি, ভাস্কর ভট্টাচার্য, শ্যামল মিত্র , গৌতম চৌধুরী, অরুন রায়চৌধুরি, সীমা নস্কর প্রমুখ। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের সাহায্যার্থে লক্ষাধিক টাকার চেক তুলে দিলেন ইউনিয়নের সভাপতি অরূপেশ ভট্টাচার্য । করোনা আবহে এই রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হয়।