এই মুহূর্তে জেলা

শিবপুর আইআইইএসটি’তে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যাবস্থা চালু করতে এগিয়ে এলেন এক প্রাক্তনী।

হাওড়া , ১৮ আগস্ট:- করোনা আবহে এবারে শিক্ষাক্ষেত্রে অভিনব পদক্ষেপ নিতে চলেছে শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট ওফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তিন দিন আগেই এই সংক্রান্ত মৌ স্বাক্ষর হয়েছে। উত্তরসূরিদের শিক্ষায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানেরই এক প্রাক্তনী। দুই পর্যায়ে এই ডিজিটাল এডুকেশন হাব তৈরির জন্যে তিনি তাঁর মায়ের স্মৃতিতে  ১ কোটি টাকা দেবেন। উনি ১৯৫৬ সালের তৎকালীন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের ওই সিভিল ইঞ্জিনিয়ার বলে আইআইইএসটি সূত্রে জানা গেছে। জানা গেছে, কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে আগের পদ্ধতিতে শিক্ষাদান অগামী দিনে সম্ভব নয়। তাই ডিজিট্যাল পদ্ধতিতে ছাত্রদের শিক্ষাদান করতে এই নতুন পরিকল্পনা করেছে শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

আইআইই এসটি ক্যাম্পাসে ওইদিন  মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সংক্ষেপে মৌ স্বাক্ষরিত হয়। প্রথম পর্বের ৫০ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয় আইআইইএসটি কর্তৃপক্ষের হাতে।  যেসব ছাত্রের কাছে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস করার প্রয়োজনীয় সাধন নেই তাদেরকে কিভাবে এর আওতায় আনা যায় তাই নিয়ে ইন্সটিটিউট ইতিমধ্যেই একটি সার্ভে শুরু করেছে। আগামী দিনে বিশ্বের যেকোনও প্রান্তে বসেই ছাত্ররা পড়াশোনা করতে পারবে এর মাধ্যমে। যেসব প্রফেসাররা ভিডিওর মাধ্যমে পড়াতে চাইবেন তাদের জন্যে বিশেষ ভিডিও ক্যামেরা কেনার পাশাপাশি রেকর্ডিং স্টুডিও তৈরির পরিকল্পনা নিতে চলেছে শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃপক্ষ।