এই মুহূর্তে খেলাধুলা

এবার কী রাজনৈতিক ময়দানে মাহি ? জল্পনা তুঙ্গে ।

স্পোর্টস ডেস্ক, ১৭ আগস্ট:- ‘ধোনির আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ।’ মাহিকে অমিত শাহের ট্যুইট ঘিরে জাতীয় রাজনীতি থেকে ক্রীড়া মহলে শুরু হয়েছে নয়া জল্পনা । এই পোস্টের পরই দেশের জার্সিতে অবসরের পর তাহলে কি ধোনি বিজেপিতে যাচ্ছেন এই কৌতুহল তৈরি হয়েছে । অনেকে আবার ধোনিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন । নেটিজেনদের একাংশের মধ্যে আরও জল্পনা , ধোনির রাজনীতিতে নামা নিয়ে শুধু সময়ের অপেক্ষা । এর মাঝেই আবার বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও এক সাক্ষাৎকারে বলেন,

তিনি দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিজেপিতে দেখতে চান । জনতা পার্টির সাংসদের এই বক্তব্যের পরই ধোনির বিজেপি যোগদান নিয়ে চর্চা তুঙ্গে । ফলে ক্রিকেটকে বিদায় জানিয়ে গম্ভীরের পথেই এবার রাজনীতির ময়দানে ধোনি ব্যাট ধরবেন কিনা তা এখনও অজানা। কিন্তু আপাতত আইপিএলে মাহির হেলিকপ্টার শট দেখার অপেক্ষায় দেশবাসী । উল্লেখ্য ভক্তদের চমকে দিয়ে স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুড বাই’ জানিয়ে দিয়েছেন ধোনি । তবে আইপিএল খেলবেন।