এই মুহূর্তে জেলা

আত্মরক্ষার জন্য যুবমোর্চার কর্মীদের হাতে ত্রিশূল তুলে দিল সাংসদ সৌমিত্র খাঁ।

বাঁকুড়া , ১৭ আগস্ট:- মাথা মুন্ডন করে যজ্ঞি করে বাবা ষাঁড়েশ্বর মহাদেবের কাছে রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি এই প্রার্থনা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । পাশাপাশি দলের যুবমোর্চার কর্মীদের হাতে আত্মরক্ষার জন্য তুলে দিলো ত্রিশূল । শ্রাবণের শেষ সোমবারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দলের কর্মীদের নিয়ে হাজির হন বাঁকুড়ার বিষ্ণুপুরের ডিহর গ্রামের প্রাচীন ষাঁড়েশ্বর শিবের মন্দিরে ৷ সেখানে পৌঁছে তিনি প্রথমে মাথা মুন্ডন করেন তারপর স্নান করে পৌঁছে যান ষাঁড়েশ্বর শিবের মন্দিরের সামনে সেখানে গিয়ে দীর্ঘক্ষন ধরে যজ্ঞি করালেন তিনি । এদিন সাংসদ সৌমিত্র খাঁ এর সাথে দলের নেতা সহ ৯ জন মাথা মুন্ডন করেন ।

হোম যজ্ঞ সেরে সৌমিত্রবাবু জানান রাম মন্দিরের ভূমি পূজার দিনে যেভাবে রাজ্য সরকার লকডাউন করে রাজ্যের মানুষকে রামের পুজাতে বাধা দিয়েছেন । তার পরিনাম তার জবাব ২০২১ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রি ও তার দল যোগ্য জবাব পাবেন । শ্রাবণের শেষ সোমবার এ প্রাচীন ষাঁড়েশ্বর শিবের মন্দিরে হোম যজ্ঞ করে বাবা মহাদেবের কাছে এই প্রার্থনা করলেন সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি । হোম যজ্ঞের কাজ শেষ করে দলের যুব কর্মীদের হাতে আত্মরক্ষার জন্য ত্রিশূল তুলে দেন তিনি । ত্রিশূল তুলে দিয়ে সাংসদ সৌমিত্র খাঁ জানান সারা রাজ্যে যুব মোর্চার হাতে এই ত্রিশূল থাকবে যার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ করবে আত্ম রক্ষার কাজে লাগাবে।