এই মুহূর্তে খেলাধুলা

চলে গেলেন সুনীল গাওয়াস্কারের ওপেনিং পার্টনার।

স্পোর্টস ডেস্ক, ১৬ আগস্ট:- ভারতীয় ক্রিকেটে বড় ক্ষতি! চলে গেলেন সুনীল গাওয়াস্কারের ওপেনিং পার্টনার। চেতন চৌহান করোনায় আক্রান্ত হয়েছিলেন গত মাসে । ভারতীয় দলের প্রাক্তন ওপেনার চেতন চৌহানকে সেই সময় লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় । এর পরই শুরু হয় কিডনির সমস্যা। ১২ অগাস্ট ফের তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার সকাল থেকেই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে ভারতীয় ক্রিকেটে শূন্যস্থান তৈরি করে চলে গেলেন চেতন চৌহান। ভারতীয় দলের জার্সি গায়ে ৪০টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন তিনি।

১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন । টেস্ট ক্রিকেটে কখনও সেঞ্চুরি করেননি। এক ইনিংসে সর্বোচ্চ ৯৭ রান করেছিলেন। অথচ টেস্টে দুহাজারের বেশি রান রয়েছে তাঁর নামের পাশে। ১৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সুনীল গাওয়াস্কারের সঙ্গে জুটিতে ১০ বার একশোরও বেশি রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ক্রীড়া জগত থেকে রাজনৈতিক মহল।