এই মুহূর্তে খেলাধুলা

আইপিএল এর দুই কো-স্পনসর পেয়ে গেল বিসিসিআই, অপেক্ষা মূল স্পনসরের ।


স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- আইপিএল এর জন্য কো–স্পনসর পেয়ে গেল ভারতীয় বোর্ড। দুই কো স্পনসর হল-ক্রেড আর আন অ্যাকাডেমি। ‌অন্যদিকে আইপিএল–এর মূল স্পনসর কে?‌ সেটা আগামী সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে। BCCI সূত্রে খবর, ১৪ আগস্ট বিড জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। আর ১৮ আগস্ট বোর্ডের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে নতুন স্পনসরের নাম। জানা গিয়েছে, ক্রেড এবং আন অ্যাকাডেমি–দুই সংস্থাই বোর্ডকে বছরে ৬০ কোটি টাকা করে দেবে। তবে শুধু কো-স্পনসর নয়, আন অ্যাকাডেমি নাকি আইপিএল–এর মূল স্পনসর হতেও একইরকম আগ্রহী।

বোর্ডে খবর নিয়ে জানা গেল, আন অ্যাকাডেমি প্রবলভাবে চাইছে আইপিএলের প্রধান স্পনসর হওয়ার জন্য। আর সেজন্য তারা ইতিমধ্য বিড পেপারও তুলে নিয়েছে । নতুন স্পনসর হিসাবে একগুচ্ছ নাম ভেসে উঠছে, তাতে জিও যেমন রয়েছে। তেমনই রয়েছে ভারতীয় টিমের স্পনসর বাইজু। রয়েছে কোকাকোলা, আমাজন। আদানি গ্রুপের নামও শোনা যাচ্ছে। তাতে সর্বশেষ সংযোজন পতঞ্জলি। কিন্তু মুশকিল হল এই পরিস্থিতিতে এক বছরের জন্য কোনও কোম্পানি ৪৪০ কোটি দেবে কি না, তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে।