স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- বেঙ্গালুরুতে জাতীয় হকি খেলোয়াড়দের শিবিরে ছ’জন পুরুষ খেলোয়াড় সংক্রমিত হয়েছেন। স্ট্রাইকার মনদীপ সিংহকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । মনদীপের অক্সিজেনের স্তর কমতে থাকায় ঝুঁকি নেওয়ার আর প্রশ্ন ছিল না। তবে হাসপাতালে নিয়ে যেতে হওয়ায় ঘটনার মাত্রা অন্য স্তরে পৌঁছে গিয়েছে। সংশয় দেখা দিয়েছে, জাতীয় দলের শিবির হবে কি না, তা নিয়েও । জাতীয় দলের যে ছয় হকি খেলোয়াড় সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন, অধিনায়ক মনপ্রীত সিংহ, স্ট্রাইকার মনদীপ সিংহ,
ডিফেন্ডার সুরেন্দ্র কুমার, জসকরণ সিংহ, ড্র্যাগফ্লিকার বরুণ কুমার ও গোলকিপার কৃষাণ বাহাদুর পাঠক। ২০ অগস্ট থেকে বেঙ্গালুরু সাইয়ে জাতীয় হকি দলের শিবির শুরু হওয়ার কথা ছিল। শিবিরের জন্য এই ছয় খেলোয়াড় বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছনোর পরে নিভৃতবাসে থাকার কথা। এর মধ্যেই পরীক্ষা হওয়ায় তাঁরা করোনা ‘পজিটিভ’ হন। সাইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘‘বাকিদের কী রিপোর্ট আসে, তা দেখার অপেক্ষায় রয়েছি। পুরুষদের শিবির শেষ পর্যন্ত হবে কি না তা নিয়েই সংশয় তৈরি হচ্ছে।’’ যদিও মহিলা জাতীয় দলের সবার পরীক্ষার রিপোর্টই ‘নেগেটিভ’।