এই মুহূর্তে জেলা

দীর্ঘ তিন মাসের বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন বাঁকুড়া বিষ্ণুপুর পৌরসভার সাফাই কর্মী।

বাঁকুড়া, ৭ আগস্ট:- করোনা পরিস্থিতির মধ্যে কাজ করে চলেছেন বাঁকুড়া বিষ্ণুপুর পৌরসভার সাফাই কর্মীরা । কিন্তু দীর্ঘ ৪ মাস বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেছেন ঐ পৌরসভার 150 জন অস্থায়ী কর্মীসহ 204 জন সাফাই কর্মী। তাদের বকেয়া বেতনের দাবীতে তারা শুক্রবার পৌরসভার সামনে সাময়িক বিক্ষোভও দেখান। এই সাফাই কর্মীরা বিষ্ণুপুর শহরের জঞ্জাল সাফাই ও পৌরসভার অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন ঐ কর্মীরা । সাফাই কর্মীদের অভিযোগ , বকেয়া বেতনের জন্য বারবার দাবী জানালেও শুধু প্রতিশ্রুতি ছাড়া তারা আর কিছুই পাইনি । তাই তারা বাধ্য হয়েই 150 জন অস্থায়ী কর্মী ও 54 জন স্থায়ী কর্মী কর্মবিরতির ডাক দিয়েছেন বলে জানান।

আন্দোলন রত কর্মী জানান , করোনা পরিস্থিতির মধ্যেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে লাগাতার কাজ করে গেছি । কিন্তু গত চার মাস আমরা কোন বেতন পাইনি । এই অবস্থায় পৌর কর্তৃপক্ষের তরফে দশ দিনের খাবার দেওয়া হলেও তা যথেষ্ট নয় । অন্য কোথাও কাজের সুযোগ পাচ্ছি না । কেউ আমাদের অন্যথায় কোন কাজও দিতে চাইছেনা। বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক শ্যামাপ্রসাদ মুখার্জী বলেন , অস্থায়ী কর্মীদের বেতন রাজ্য সরকার দেয়না । স্থায়ী কর্মীরা বেতন পাবেন । অস্থায়ী কর্মীদের প্রতি তিনি যথেষ্ট সহানুভূতিশীল জানিয়ে বলেন , করোনা পরিস্থিতিতেও তাদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তার কথা আমরা ভেবেছি । তাদের উদ্যোসে তিনি আরো বলেন , কারো অসুবিধা হলে কাজ ছেড়ে চলে যেতে পারেন বলে তিনি জানান।