হাওড়া , ৭ আগস্ট:- বৃহস্পতিবার রাতে হাওড়ার শলপে ধাবায় ঢুকে ব্যাপক তান্ডব চালায় সশস্ত্র দুষ্কৃতিরা। তারা খাবারের দাম নিয়ে প্রথমে ধাবার কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এরপর ধাবায় ঢুকে মালিকের উপর হামলা চালায়। পরপর দুটি দোকানে তান্ডব চালিয়ে তারা পালিয়ে যায়। তাদের হাতে লোহার রড, ভোজালি সহ ধারাল অস্ত্রশস্ত্র ছিল। প্রথমে খাবারের দাম নিয়ে বচসা শুরু হয়। এরপর শুরু হয় অকথ্য গালিগালাজ। এরপর দুষ্কৃতিরা দলবল নিয়ে ধাবায় হামলা চালায়। হাওড়ার ৬ নং জাতীয় সড়কের সলপ মোড়ে ঘটনাটি ঘটে। ধাবা ভাঙচুরের পাশাপাশি ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় ধাবার মালিক স্বপন দাসকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।
অভিযোগ, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ মদ্যপ অবস্থায় ধাবার কর্মীদের উপর প্রথমে হামলা চালায় জনা চারেক যুবক। এরপর ফোন করে আরও দলবল ডেকে এনে হামলা চালায়। ধাবায় ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। কোল্ড ড্রিংকের বোতল ভেঙে দেয়। ফ্রিজের খাবারদাবার ফেলে দেয়। ধাবার মালিক সহ কর্মীদের মারধর করে তারা হাইরোড ধরে পালিয়ে যায়। রাতে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কয়েকজনের নাম জানতে পারলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতিদের ধরতে তল্লাশি চলছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে দুষ্কৃতিরা সেখানে হামলা চালাল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।