এই মুহূর্তে জেলা

একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে কল সেন্টার চালু করল হাওড়া পুরনিগম।

হাওড়া , ৬ আগস্ট:- হোম আইসোলেশনে থাকা পরিবারের পাশাপাশি একা থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে এবার কলসেন্টার চালু করল হাওড়া পুরনিগম। সেখানে ফোন করলেই মিলবে মুদিখানার জিনিস ও ওষুধ। করোনার জেরে শহরে বহু মানুষের হোম আইসোলেশনে থাকার পাশাপাশি অনেক বয়স্ক মানুষ বাড়ির বাইরে বেরতে পারছেন না। মূলত তাঁদের কথা ভেবেই কলসেন্টারের নম্বর চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল ১৮০০ ১২১ ৫০০০০০; ০৩৩ ২৬৪১ ০২২০; ০৩৩ ২৬৪১ ০২২১; ৬২৯২২ ৩২৮৫৩, ৬২৯২২ ৩২৮৫৫; ৬২৯২২ ৩২৮৬৮ এবং হোয়াটস অ্যাপ নম্বর ৬২৯২২ ৩২৮৬৭। সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এই নম্বরগুলিতে ফোন করে মুদিখানার জিনিস বা ওষুধের অর্ডার দেওয়া যাবে। ওষুধের জন্য ফোন কলের পাশাপাশি ওষুধের নাম লিখে তা হোয়াটস অ্যাপও করা যেতে পারে।

ফোনে দুপুর ১টা পর্যন্ত অর্ডার নেওয়ার পর পুরনিগমের কর্মীরা বিকেল ৫টার মধ্যে জিনিসগুলি বাড়িতে পৌঁছে দেবে। সপ্তাহে ৭দিনই চালু থাকবে এই ব্যবস্থা। প্রতিদিন ১৫০টি করে এমন অর্ডার নেওয়া হবে। হাওড়া পুরনিগম সূত্রের খবর , এতদিন লকডাউনের সময় মুদিখানার জিনিস ও ওষুধ পৌছে দেওয়া হয়েছে। কিন্তু এখন থেকে আনলকের দিনগুলিতেও এটি চালু থাকবে। ৬৬টি ওয়ার্ডেই এই হোম ডেলিভারি করা হবে। প্রতিটি ওয়ার্ডে ২ থেকে ৩ জন করে পুরকর্মী ডেলিভারির কাজ করবেন। আপাতত প্রায় ১৫০ জন পুরকর্মী এই কাজে নিযুক্ত হয়েছেন। ইতিপূর্বেই পরীক্ষামূলক ভাবে কয়েকটি ওয়ার্ডে এই কাজ শুরু হয়ে গিয়েছে।