এই মুহূর্তে জেলা

শ্রাবনের সোমে করোনার কোপ , কাছে এসেও বাবার অপ্রাপ্তি তারকেস্বরে।

হুগলি , ৩ আগস্ট:- রাখি পূর্ণীমার তিথিতে পূর্ণ্য লাভের আশায় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে কেউ এসেছে পায়ে হেঁটে , কেউ ভ্যানে চেপে , কেউ এসেছে বাইকে । কিন্তু সকলেই নিরাশা হয়ে বাড়ি ফিরছে । মন্দির বন্ধ । কড়া নজরদারি ও পুলিশি প্রহরায় মন্দিরের ধারে কাছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না । আগাম সতর্কতা হিসাবে মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে 100 ফুট দূরে পুলিশের গার্ডওয়াল রাখা হয়েছে। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের বদ্দিপুর মোড় , জয়কৃষ্ণ বাজার মোড় , চাউলপট্টি মোড়ে দেওয়া হয়েছে ব্যারিকেড । তবুও বিভিন্ন গ্রাম ঘুরে যে সমস্ত ভক্তরা পুলিশের নজর এড়িয়ে মন্দিরের আশেপাশে এসে বিভিন্ন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে চলে যাচ্ছে । মঙ্গল কামনায় পুলিশের গার্ডওয়ালে মোমবাতি ও আগরবাতি দিয়ে চলে যাচ্ছে । মন্দির সংলগ্ন ব্যাবসায়ীরা জানিয়েছে, বিগত বছরগুলিতে এই শ্রাবণমাসের রাখি পূর্ণিমার দিন পাঁচ লক্ষ ভক্তের সমাগম হতো। কিন্তু এই বছর সব ফাঁকা। নিরাশ হয়ে ফিরে যাওয়া ভক্তরা জানিয়েছে, মনের শান্তির জন্য তারকেশ্বর এসেছিলাম , কিন্তু করোনা পরিস্থিতি সব ওলোটপালট করে দিয়েছে।