এই মুহূর্তে জেলা

হাওড়ায় করোনা ঠেকাতে নিয়মিত বাজারগুলি জীবাণুমুক্তকরণ করবে পুরসভা।

হাওড়া , ৩ আগস্ট:- হাওড়ায় ক্রমেই বাড়ছে কোভিড-১৯ এর সংক্রমণ। এই পরিস্থিতির লাগাম টানতে এবার শহরের বাজারগুলি নিয়মিতভাবে জীবাণুমুক্তকরণ করার কাজ শুরু করল পুরসভা। যেহেতু বাজারে একজন বিক্রেতার সংস্পর্শে আসেন বহু ক্রেতা, তেমনি একজন ক্রেতার সংস্পর্শে আসেন অনেক বিক্রেতা, তাই এখান থেকে গণসংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। এমনিতেই গত সাতদিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী জেলায় গড়ে প্রতিদিন ২১৪ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন ২৮ জুলাই ১৪৫ জন আর ১ আগস্ট আক্রান্ত হয়েছেন ২৬২ জন যা এই সাতদিনের সবথেকে বেশী।

এই পরিস্থিতিতে করোনা ঠেকাতে বদ্ধপরিকর প্রশাসন। তাই হাওড়ার বাজারগুলি নিয়মিত ডিসইনফেক্ট করার কাজ শুরু করেছে হাওড়া পুরসভা। পুরসভার এক পদস্থ আধিকারিক জানান, বহু বাসিন্দার অনুরোধ মেনেই বাজারগুলি নিয়মিত স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। কদমতলা বাজার, বামুনগাছি বাজার, কালিবাবুর বাজার প্রভৃতি বাজারে যেহেতু প্রতিদিন প্রচুর ক্রেতা এবং বিক্রেতার আগমন হয় তাই এখান থেকে কোভিড-১৯ ভাইরাসের ছড়ানো ঠেকাতেই এই পদক্ষেপ।