এই মুহূর্তে জেলা

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজী,মৃত এক।

বাঁকুড়া , ২ আগস্ট:- বাঁকুড়া বিষ্ণুপুরের উলিয়াড়া গ্ৰাম পঞ্চায়েতের শাসকদলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি ও বর্তমান গ্ৰাম পঞ্চায়েত শাসকদলের প্রধান তাসমিনা খাতুন এর স্বামী রহিম মন্ডল এর মধ্যে কিছু দিন ধরে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব লেগেই ছিল। সেই দ্বন্দ্বের ফলেই ব্যাপক বোমাবাজী।সেই বোমাবাজীতে জখম হয়ে মৃত্যুর কোলে ঢোলে পরেন প্রাক্তন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শেখ বাবর আলি।গুরুতর জখম অবস্থায় শেখ বাবর আলিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি । তার পর এলাকায় আরো উত্তেজনার সৃষ্টি হয়।

উত্তেজনা অবস্থায় আছে এলাকা। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। সারারাত পুলিশি টহলধারি চলে। রাতের অন্ধকারে বোমাবাজীর ফলে এলাকার বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়। এবং বেশ কয়েকটি মোটরবাইক ভাংচুর করা হয় বলে অভিযোগ । এই বোমাবাজীর ঘটনায় ৫ জনকে আটক করে পুলিশ । রাতের অন্ধকারে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজী শুরু হয় । সারারাতব্যাপী এলাকায় বিশাল পুলিশ বাহিনী টহল দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে । বোমাবাজীর ফলে এখনো এলাকার মানুষ আতঙ্কে আছে।