এই মুহূর্তে খেলাধুলা

ইস্টবেঙ্গল দিবসে লাল হলুদ ক্লাবকে শতবর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- ফুটবলার এবং কোচ হিসেবে নিজের সেরা সময় কাটিয়েছেন লাল-হলুদ জার্সিতে । নিজেকে বরাবর ইস্টবেঙ্গলিয়ান বলতে গর্ব বোধ করেন সুভাষ ভৌমিক । শতবর্ষে ইস্টবেঙ্গলের ISL-এ খেলার সম্ভাবনা কোথায় দাঁড়িয়ে তা নিয়ে সদস্য সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে । সমর্থকদের মানসিকতা বুঝতে পেরে আজ সুভাষ ভৌমিক বলেন, ‘‘ইস্টবেঙ্গলের মুকুটে যে সাফল্য রয়েছে তার অর্ধেক যদি অন্য ক্লাব করতে পারে তাহলে বুঝব । ISL, ISL করে মাথা ঠোকার দরকার নেই । আইলিগ খেলবে লাল হলুদ । ISL-র ইস্টবেঙ্গলকে দরকার । ইস্টবেঙ্গলের ISL-কে দরকার নেই ।’’ কুরুক্ষেত্রে কর্ণ নিয়তির শিকার হয়েছিলেন ।

বীর হয়েও নিয়তির হাত থেকে রেহাই পাননি । বীর যোদ্ধা কর্ণ, অর্জুন নন । সেরকমই ইস্টবেঙ্গলের কাছে ISL-কে আসতে হবে । কারণ ইস্টবেঙ্গল বীর,” মন্তব্য আশিয়ান জয়ী কোচের । একই সঙ্গে ক্লাবের বিপদে সদস্য সমর্থকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান । প্রয়োজনে অর্থ সাহায্য করার কথাও বলেন বর্ষীয়ান কোচ । অন্যদিকে ইস্টবেঙ্গল দিবসে লাল হলুদ ক্লাবকে শতবর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি লেখেন একশোর বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল। উল্লেখ্য এদিন সকালে ক্লাবে পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।