স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- শতবর্ষের ইস্টবেঙ্গল যেন বির্বন । কারণ চলতি বছরে পাশের গঙ্গা পাড়ের ক্লাব যেখানে এটিকের সঙ্গে সংযুক্তিকরণ করে আইএসএলে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে , সেখানে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সব সম্ভাবনাই প্রায় শেষ । করোনা পরিস্থিতিতে আড়ম্বর সহকারে ক্লাবের জন্মদিন পালন সম্ভব না হলেও , মোহনবাগান দিবসে সারাদিন অনলাইনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মোহন কর্তারা । মোহনবাগান রত্ন পুরস্কার প্রদানও করা হয়েছে ভার্চুয়ালি । তবে শনিবার ইস্টবেঙ্গল দিবস ঘিরে তেমন কোনও উৎসাহ দেখা গেল না লাল -হলুদ কর্মকর্তা কিংবা সমর্থকদের মধ্যে । কোভিড-১৯-এর কারণে ১ অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে তেমন কোনও অনুষ্ঠান হচ্ছে না ।
ঠিক ছিল দুই প্রাক্তন মনোরঞ্জন ভট্টাচার্য ও সুভাষ ভৌমিককে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে । কিন্তু অনুমতি না পাওয়ায় সব অনুষ্ঠানই বাতিল করতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ । আপাতত ঠিক হয় সকালে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হবে। সেই মতো ক্লাবের ফ্ল্যাগ উত্তোলন করা হয়। এছাড়া শনিবার সন্ধ্যায় ক্লাবের শতবর্ষের ইতিহাস নিয়ে অনলাইনে আলোচনা সভায় অংশ নেবেন বাইচুং ভুটিয়া , শান্তিরঞ্জন দাশগুপ্ত , এআইএফএফ এর সাধারণ সম্পাদক কুশল দাস সহ একাধিক ফুটবল জগতের তারকারা । উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস , প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি , তরুণ দে , মনোরঞ্জন ভট্টাচার্য , সুরজিৎ সেনগুপ্ত , সুভাষ ভৌমিক।