স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- গোয়াতেই এবার আইএসএল হতে চলেছে। কেরলে নয়। সরকারিভাবে এখনও মুখ খুলছে না এফএসডিএল। তবে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে, গোয়াতেই এবার আইএসএলের (ISL) খেলাগুলো হবে। সেই সঙ্গে জানানো হয়েছে প্রতিটি দলকে টানা পাঁচ মাস সেখানেই না কাটিয়ে উপায় নেই। আসলে যে দল খেলতে যাবে তাদের পুরোপুরি দু’মাসের প্রি-সিজন-সহ সেখানেই টুর্নামেন্ট খেলে তবে ছাড়া হবে। এই পাঁচ মাসের মধ্যে কেউ বাড়ি বা অন্য কোথাও থাকতে পারবেন না। এই নির্দেশ কার্যকর হওয়ার সম্ভাবনাই বেশি।
শুধু তাই নয় , সপ্তাহে দু’দিন করে কোভিড-১৯ টেস্ট হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। “পাঁচ মাসের মধ্যে সপ্তাহে দু’দিন যদি কোভিড টেস্ট চলে , তাহলে কি ফুটবলারদের পক্ষে মন দিয়ে খেলা সম্ভব ? আরে বাবা , তারা তো মানুষ। কোভিড টেস্টকে কে না ভয় পায় ? সপ্তাহে দু’দিন মানে চারদিন উৎকণ্ঠয় কাটানো। এই বুঝি পজিটিভ রেজাল্ট এল। তার উপর যে ফুটবলারের পজিটিভ আসবে তাকে কম করে সাতদিন চলে যেতে হবে কোয়ারেন্টাইনে। তাহলে একটা দলের পক্ষে কি মনোযোগ সহকারে খেলা সম্ভব ?” প্রশ্ন তুলে দিলেন বেঙ্গালুরু এফসি দলের এক কর্তা।
এটিকে-মোহনবাগানের আবার অন্য জায়গায় সমস্যা। ঘরোয়া লিগ এবার ডিসেম্বরে হতে পারে। তেমনই ইঙ্গিত দিয়েছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। প্রশ্ন হল , গোয়া বা কেরল যেখানেই আইএসএল হোক সেখানেই চলে যেতে হবে মোহনবাগানকে। থাকতে হবে টানা পাঁচ মাস। কোনও ফুটবলারকে ভেন্যুর বাইরে আসতে দেওয়া হবে না। তাহলে মোহনবাগানের ঘরোয়া লিগে খেলবে কোন দল? রিজার্ভ টিম? সংশয় থেকেই যাচ্ছে।