এই মুহূর্তে জেলা

টেস্ট রেটিং-এ তৃতীয় স্থানে ব্রড, অনেকটাই নেমে গেলেন বুমরাহ।

স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- সদ্য ৫০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন স্টুয়ার্ট ব্রড। একইসঙ্গে আইসিসি টেস্ট ক্রম তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। তাঁর ঝুলিতে রয়েছে ৮২৩ রেটিং। ৯০৪ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নেইল ওয়াগনারের রেটিং ৮৪৩। লকডাউনে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা জসপ্রীত বুমরাহ আইসিসি টেস্ট তালিকায় অনেকটাই নেমে গিয়েছেন। তালিকার অষ্টম স্থানে অবস্থান করছেন ভারতীয় ফাস্ট বোলার। ঝুলিতে ৭৭৯ রেটিং রয়েছে বুমরাহের। অন্যদিকে আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ৯১১ রেটিং রয়েছে তাঁর নামের পাশে। তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। ৮৮৬ পয়েন্ট রয়েছে ভারত অধিনায়কের ঝুলিতে। ৮২৭ রেটিং নিয়ে অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে তৃতীয় স্থানে অবস্থান করলেও চতু্র্থ স্থানে নেমে গিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।