এই মুহূর্তে জেলা

ডেঙ্গু রোধে রাজ্য সরকারের উদ্যোগে গাপ্পি মাছের চাষ শুরু হয়েছে সিঙ্গুর ব্লকে।

হুগলি , ৩০ জুলাই:- করোনা পরিস্থিতির পাশাপাশি ডেঙ্গু রোধে রাজ্য সরকারের উদ্যোগে গাপ্পি মাছের চাষ প্রকল্প শুরু হয়েছে সিঙ্গুর ব্লকে। জেলা প্রশাসনের সহযোগিতায় সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে গাপ্পি মাছ চাষের ট্যাঙ্ক। জেলায় প্রথম সিঙ্গুর ব্লকে এই মাছ চাষ প্রকল্প শুরু হয়েছে পঞ্চায়েতের সহযোগিতায়। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির অধিন ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পের আওতায় গাপ্পি মাছের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। ট্যাঙ্কের মাপ অনুযায়ী খরচ পড়ছে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা।

জেলা মৎস দফতর থেকে গাপ্পি মাছের চারা দেওয়া হয়েছে। ১৫ দিন বাদে এই পূর্ণাঙ্গ গাপ্পি মাছ কে পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ড্রেনে ছাড়া হচ্ছে। এছাড়াও এই ট্যাঙ্কের মাধ্যমে গাপ্পি মাছের প্রজনন করানো হচ্ছে। ডেঙ্গু রোগের পতঙ্গ বহনকারী এডিস মশার লার্ভা সহ অনান্য মশার লার্ভা কে নিমেষে খেয়ে নেয় গাপ্পি মাছ। বর্ষায় ডেঙ্গু থেকে নিস্তার পেতে পঞ্চায়েত এলাকায় এই গাপ্পি মাছের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। পাশাপাশি মহাত্মাগান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প আওতায় ১০০ দিনের কাজের সংযুক্তকরণের ফলে উপভোক্তা গ্রামবাসীদের জীবন জীবিকার মান বেড়েছে বলে দাবি পঞ্চায়েত প্রতিনিধিদের।