এই মুহূর্তে খেলাধুলা

নো বলের সিদ্ধান্ত এবার থার্ড আম্পায়ারের , বৃহস্পতিবার থেকেই নয়া বিধি।


স্পোর্টস ডেস্ক , ২৯ জুলাই:- নো বল ডাকার ক্ষেত্রে আম্পায়ারদের ভুল হামেশই হয়ে থাকে। আর সেই ভুল থেকে ক্রিকেটকে বাঁচাতে এবার নয়া নিয়ম শুরু করতে চলেছে আইসিসি। নো বল ডাকার সিদ্ধান্ত আর ফিল্ড আম্পায়ারদের হাতে থাকবে না। পরিবর্তে টিভি বা থার্ড আম্পায়াররাই এবার থেকে এই কল দেবেন বলে জানিয়েছে আইসিসি। ২০১৬ সালে পরীক্ষামূলক ভাবে নতুন নো বলের নিয়ম চালু করে আইসিসি। ২০১৯ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া ওয়ান ডে সিরিজে নতুন নিয়মের ট্রায়াল করা হয়। উল্লেখ্য চলতি বছরের শুরুতে হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফ্রন্ট ফুট নো বল ডাকার দায়িত্ব টিভি আম্পায়ারকেই দিয়েছিল আইসিসি। আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। একইসঙ্গে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার লিগ। ওই সিরিজ থেকেই নো বলের নতুন নিয়ম বিশ্বে আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে বলে জানিয়েছে আইসিসি।