এই মুহূর্তে জেলা

একটানা বৃষ্টিতে গাছ পরে যান চলাচল ব্যাহত তালান্ডু রেডিও সেন্টারের কাছে ।

হুগলি , ২৮ জুলাই:- দুপুরের ঝোড়ো হাওয়া ও একটানা বৃষ্টিতে গাছ পরে যানচলাচল ব্যাহত হলো জিটি রোডে । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মগরা থানার তালান্ডু রেডিও সেন্টারের কাছে । এদিন বহু প্রাচীন একটি সুবিশাল গাছ রাস্তার এপার-ওপার বরাবার ঝুঁকে পরে । দুপুর আড়াইটা নাগাদের এই ঘটনায় জিটি রোডে যানচলাচল বন্ধ হয়ে যায় । বাইক , অটো-টোটোর মত ছোট গাড়ি কোনভাবে যাতায়াত করলেও ভারী যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । জিটি রোডের উপর সারি-সারি গাড়ি দাঁড়িয়ে পরে। এদিন একটানা বৃষ্টির জন্য গাছটি সরানোর কাজেও দেরী হয় বলে খবর।