এই মুহূর্তে খেলাধুলা

আবেগে ভাঁটা ! লকডাউনে অনলাইনেই মোহনবাগান দিবসের বিভিন্ন অনুষ্ঠান।

স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- বুধবার ২৯ জুলাই। আর ২৯ জুলাই মানেই বাঙালির গর্বের দিন। আবেগের দিন। মোহনবাগান দিবস। আর এবার শতাব্দী প্রাচীন ক্লাব নয়া মোড়কে, নয়া আঙ্গিকে। এটিকে-মোহনবাগান। ফলে এবারের মোহনবাগান দিবসের উৎসব আলাদা মাত্রা পেতেই পারত। আড়ম্বর আয়োজন আরও জমকালো হতো নিঃসন্দেহ। কিন্তু সে সব কোথায় কী! করোনার করাল গ্রাসে কাঁপছে গোটা দেশ। ফলে বন্ধ সমস্ত খেলাধূলা। কলকাতা ময়দানে বল গড়ায় নি বহু মাস হয়ে গেল। কবে আবার ময়দান খেলোয়াড়দের ফিরে পাবে? সেই প্রশ্নও এখন অজানা। আর করোনা সংক্রমণ কমাতে সপ্তাহে দুদিন কড়া লকডাউনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই দুদিনের ফাঁসেই আটকে মোহনবাগান দিবস। কারণ বুধবার ফের গোটা রাজ্যে লকডাউন। ফলে এবারের মোহনবাগান দিবসে আর ক্লাবে এসে অনুষ্ঠান দেখা কিংবা প্রিয় ক্লাবের হয়ে গলা ফাটানো হবে না সবুজ-মেরুন সমর্থকদের। ফলে মন খারাপ হলেও কিছু করার নেই। তবে সমর্থকদের জন্য অনলাইন প্রোগ্রাম উপভোগ করার সুযোগ করে দেবেন ক্লাব কর্তারা।

অনলাইনে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অমর একাদশকে স্মরণ করা হবে। সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের অফিশিয়াল পেজ রয়েছে। সেই পেজেই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ফ্যানেরা মোহনবাগান দিবসের অনুষ্ঠান দেখতে পারবেন। পুরো অনুষ্ঠানটাই যখন অনলাইনে, তাই দিনের শুরু থেকে টক শোয়ের উপর জোর দেওয়া হচ্ছে। একশো বছরের মোহনবাগান ইতিহাস, ফুটবলারদের বিভিন্ন কাহিনি, দল বদলের কাহিনি, ট্রফি জয়ের বিভিন্ন মুহূর্ত নিয়ে ক্লাবের প্রাক্তন কিংবদন্তিরা টক শোয়ে কথা বলবেন। এখানেই শেষ নয়, সেলিব্রিটি ফ্যান, ক্লাব কর্তারাও টক শোয়ে অংশ নেবেন। পাশাপাশি মোহনবাগান দিবস উপলক্ষ্যে যাঁদের সম্মানিত করা হবে, তারাও ক্লাবকে ঘিরে তাঁদের অভিজ্ঞতা, ভালোবাসা সবকিছু অনলাইন চ্যাট শোয়ে শেয়ার করবেন। উল্লেখ্য এবার হকির কিংবদন্তি গুরবক্স সিং এবং প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দীকে মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে। সেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাবেন জোসেবা বেইতিয়া। এই প্রথম অঞ্জন মিত্র স্মৃতি পুরস্কার শুরু করছে ক্লাব। প্রথম বছর আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।