এই মুহূর্তে খেলাধুলা

বৃষ্টিতে ভেস্তে গেল টেস্টের চতুর্থ দিন, জয়ের অপেক্ষায় ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক, ২৮ জুলাই:- বরুণ দেবতায় এখন একমাত্র ভরসা ক্যারিবিয়ানদের। সারাদিন বৃষ্টির জেরে সোমবার একটা বলও খেলা সম্ভব হল না তৃতীয় টেস্টের। কয়েক মাসের বিরতির কাটিয়ে, করোনা আবহে ক্রিকেট শুরু হওয়ার পর প্রথম টেস্ট সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড। শেষ দুই দিনে ইংরেজদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর দরকার ছিল মাত্র ৮ উইকেট। টেস্টের তৃতীয় দিনের শেষেই কার্যত ক্যারিবিয়ানদের মনোবল ভেঙে, নিজেদের জয় প্রায় নিশ্চিত করে ফেলে ইংল্যান্ড। তবে ম্যাচের চতুর্থ দিনে এক বলও খেলা হয়নি। দ্বিতীয় টেস্টের মতোই ফলো-অন বাঁচাল বটে কিন্তু স্টুয়ার্ট ব্রডের আগুনে পেসের সামনে দুশোর গন্ডি পেরনোর আগেই অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ১৭২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে এদিন আরও ২২৬ রান যোগ করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাঁদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এ কোন টেস্ট ম্যাচ নয়। ওয়ান ডে ম্যাচে রান তোলার প্রতিযোগিতায় নেমেছে ইংরেজরা। একের পর এক বড় রান দলকে উপহার দেন ররি বার্নস, ডম সিবলে, অধিনায়ক জো রুটরা। ব্যক্তিগত ৫৬ রানে সিবলে আউট হন। এরপর অধিনায়ক রুটকে নিয়ে শতরানের দিকে ভালোই এগোচ্ছিলেন আরেক ওপেনার বার্নস। কিন্তু শতরান থেকে মাত্র দশ রান দূরে বার্নস রস্টন চেজের শিকার হতেই , দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন রুট। অধিনায়ক নিজে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৬৮ রানে।জয়ের জন্য ক্যারিবিয়ানদের ৩৯৯ রানের লক্ষ্যমাত্রা দেয় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেট হারিয়ে ১০। ফলে পরবর্তী ৮ উইকেটে ক্যারিবিয়ানদের লক্ষ্যমাত্রা ৩৮৯। মঙ্গলবার টেস্টের শেষ দিনে একমাত্র বৃষ্টি হলেই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা।