বারাসাত , ২৮ জুলাই:- করোনা আবহে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে বন্ধ বারাসাত জেলা আদালত। ফলে সমস্যার মধ্যে রয়েছেন বিচারপ্রার্থী ও তাদের পরিবার। সেই সঙ্গে সমস্যায় রয়েছেল আইনজীবী ও লক্লার্কেরা। আইনজীবীদের দাবি হু এর নির্দেশ ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে খোলা হোক আদালত। তাদের দাবি উচ্চ আদালতের নির্দেশ থাকা স্বত্ত্বেও এক অজ্ঞাত কারনে বন্ধ রাখা হচ্ছে আদালত। এমনকি বার এসোসিয়েশানকেও অন্ধকারে রাখা হচ্ছে। আদালত খোলার দাবি নিয়ে মঙ্গলবার আইনজীবীরা বিক্ষোভ দেখান ও জেলা জজের কাছে আর্জি জানান আদালত খোলার জন্য। এদিন বিক্ষোভকারীরা ধর্নাতেও বসেন। তাদের দাবি আদালত খোলা না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।