স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- করোনা আবহে বিশ্বে ক্রিকেট শুরুর পর প্রথম টেস্ট সিরিজ চ্যাম্পিয়ন ইংরেজরা। ক্যারিবিয়ানদের পর-পর দুই টেস্টে হারিয়ে বাজিমাৎ করল ইংল্যান্ড। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেই সিরিজ জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল জো রুট অ্যান্ড কোম্পানি। বরুণ দেবতার দয়ায় চতুর্থ দিন বৃষ্টির কারণে মাঠে বল না হওয়ায়, টেস্টে টিকে থাকার অতিরিক্ত একদিন সুযোগ পেয়ে যায় জেসন হোল্ডার এর দল। তবে পঞ্চম দিনে ইংরেজ বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে গেল ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৭ ওভার ১ বলেই ১২৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এদিন নিজের ৫০০ উইকেট ছুঁয়ে নয়া নজির গড়লেন ইংরেজ তারকা স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিং উপহার দিয়ে ৬ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ফের ৪ টি উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করে দেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরার শিরোপা জিতে নেন তারকা ইংরেজ অলরাউন্ডার ব্রড। দুই ইনিংসেই ক্যারিবিয়ানদের ব্যাটিং বিপর্যয়ের ফলে, ২৬৯ রানের বিশাল টার্গেটে টেস্ট জিতে নিল ইংল্যান্ড। পাশাপাশি প্রথম টেস্টে বাদ পড়ে, দ্বিতীয় টেস্টে দলে ফিরে এসেই নিজেকে ফের প্রমাণ করে দিলেন স্টুয়ার্ট ব্রড। ২-১ ব্যবধানে ঘরের মাঠে সিরিজ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম নায়ক হয়ে উঠলেন তিনি। দুই টেস্টে দাপট দেখিয়ে ম্যাচ অব দ্য সিরিজের পুরস্কারও জিতে নিলেন তিনি।