এই মুহূর্তে খেলাধুলা

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে ফের করোনা হানা।

স্পোর্টস ডেস্ক, ২৭ জুলাই:- লক্ষ্মীরতন শুক্লার পরিবারে দ্বিতীয়বারের জন্য করোনা হানা ! এর আগে গত ২৪ জুলাই লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । উপসর্গ থাকায় লক্ষ্মীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল । তিনি আপাতত সুস্থ । স্ত্রী সুস্থ হয়ে ফেরার কয়েক দিনের মধ্যে পরিবারের দ্বিতীয় আরেকজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে । রবিবার রাজ্য ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার বড় ছেলের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । লক্ষ্মী নিজেই সে কথা জানিয়েছেন ।

ছেলের সঙ্গে লক্ষ্মী নিজেও করোনা পরীক্ষা করান । ছেলের রিপোর্ট পজিটিভ এলেও লক্ষ্মীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ছেলের শরীরে কোনও উপসর্গ নেই, সেই কারণে লক্ষ্মীর ছেলে হোম কোয়ারেন্টাইনেই থাকছেন । লক্ষ্মীও এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন । স্ত্রী করোনা মুক্ত হওয়ার পর লক্ষ্মী ও তাঁর পরিবারের ঘনিষ্ঠরা হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পান । করোনা পরিস্থিতি সামলাতে বাড়িতে বসেই ক্রীড়া দফতরের কাজ করে গিয়েছেন লক্ষ্মীরত ন। উল্লেখ্য সম্প্রতি তৃণমূলের হাওড়ার জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।