এই মুহূর্তে জেলা

কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল হুগলিতে , মোট কোভিড আক্রান্ত ২৫২৬ জন , সুস্থ্য হয়েছেন ১৫৮৩ জন ।

হুগলি , ২৪ জুলাই:- কিছু এলাকায় সংক্রমন কমেছে আবার কিছু এলাকায় সংক্রমন বাড়ছে তাই নতুন কনটেনমেন্ট জোনের তালিকা জানালো হুগলি জেলা প্রশাসন । কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ল হুগলিতে । গত ৯ জুলাই থেকে ২১ টি কনটেনমেন্ট জোন এলাকায় লকডাউন শুরু হয় । জেলা শাসক ওয়াই রত্নাকর রাও জানিয়েছেন , ২১ টির মধ্যে ১৪ টি জোনে লকডাউন তুলে নেওয়া হয়েছে । নতুন করে ২০ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে । আগের তালিকায় শ্রীরামপুর ও চন্দননগর মহকুমা এলাকাতেই ছিলো কনটেনমেন্ট জোন । নতুন তালিকায় সদর ও আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকাকে যুক্ত করা হয়েছে । সদর মহকুমার হুগলি-চুঁচুড়া পুরসভার ১, ১৪, ৩০ নং ওয়ার্ডের কিছু এলাকা , পোলবার আকনা । আরামবাগ মহকুমার খানাকুল-১ ব্লকের , ঘোষপুর , ঠাকুরানী চক ও খানাকুল-১। আরাম বাগের আরান্ডি।

চন্দননগর মহকুমার চন্দননগর কর্পোরেশানের ৫ , ১২ , ২৬ , ৩৩ নং ওয়ার্ড ভদ্রেশ্বরের ১৩ নং ওয়ার্ডের কিছু অংশ । সিঙ্গুরের অপূর্বপুর , মির্জাপুর , বাঁকিপুর , বোড়াই পহলামপুর । শ্রীরামপুর মহকুমার ডানকুনি পুরসভার ৫, ৯ ওয়ার্ডের দুটি এলাকা । উত্তরপাড়া পুরসভার ৭ , ১৪ , ১৯, ২১, ২২ ওয়ার্ডের কয়েকটি এলাকা । জাঙ্গীপাড়ার আঁটপুর ও মুন্ডলিকায় দুটি এলাকাকে কনটেনমেন্ট জোন করা হয়েছে । আগামী কাল গোটা রাজ্যে লকডাউন রবিবার থেকে হুগলি জেলার ২৭ টি কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে । হুগলি জেলায় গতকাল পর্যন্ত মোট কোভিড আক্রান্ত ২৫২৬ জন। সুস্থ্য হয়েছেন ১৫৮৩ জন । মৃত্যু হয়েছে ৫০ জনের। কোভিড এ্যাকটিভ কেস ৮৯৩ জন।