এই মুহূর্তে খেলাধুলা

পিএসজি ছেড়ে আপাতত কোথাও যাচ্ছেন না, সাফ জানালেন এমবাপে।


স্পোর্টস ডেস্ক , ২৪ জুলাই:- ২০১৮ মোনাকো থেকে রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরোয় পিএসজি’তে যোগদান করেছিলেন ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। গত তিন মরশুমে ক্লাবকে নিরাশ করেননি ফ্রান্সের তরুণ ফুটবল সেনসেশন। কিন্তু ২০১৯-২০ মরশুম শেষ হতে না হতেই পিএসজি তারকা কিলিয়ান এমবাপেকে দলে নিতে ঝাঁপিয়েছিল কয়েকটি ক্লাব।জিদানের পছন্দের পাত্র হওয়ায় করিম বেনজেমার সঙ্গী হিসেবে এমবাপেকে দলে নেওয়ার বিষয়ে বেশ খানিকটা এগিয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। কিন্তু পিএসজি ছেড়ে আপাতত তিনি কোথাও যাচ্ছেন না। সাফ জানিয়ে দিলেন এমবাপে। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট হ্লোরেন্তিনো পেরেজ যদিও আগেই এমবাপেকে দলে নেওয়ার জল্পনায় জল ঢেলে জানিয়েছিলেন আসন্ন মরশুমে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে বড় কোনও চমক দেবে না ক্লাব। আর তাতে সিলমোহর দিয়ে এমবাপে জানিয়ে দিলেন পিএসজি’তেই থাকছেন তিনি। আসন্ন মরশুমে অন্য কোনও ক্লাবে যাওয়ার পরিকল্পনা নেই তাঁর।

মঙ্গলবার সেল্টিকের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের বিরতিতে এমবাপে জানালেন, ‘আমি এই ক্লাবেই থাকছি। আমি চার বছর ধরে ফ্রান্সের এই ক্লাবে প্রোজেক্টের একটা অংশ। সামনেই ক্লাবের প্রতিষ্ঠার ৫০ বর্ষপূর্তি, সেদিকেই চোখ সকলের। সমর্থক সহ বাকি প্রত্যেকের কথা ভেবে যাইহোক না কেন আমি এই ক্লাবেই থেকে যাচ্ছি।’ এমবাপে বলেন, ‘আমি এই ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই। নিজের সেরাটা আরও উজাড় করে দিতে চাই। সেল্টিকের বিরুদ্ধে মঙ্গলবার প্রদর্শনী ম্যাচে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে পিএসজি। ওই ম্যাচে গোলের ফ্রান্সের ক্লাবটির হয়ে গোলের খাতা খোলেন এমবাপেই। ব্যবধান ২-০ করেন নেইমার। তৃতীয় এবং চতুর্থ গোলটি আসে যথাক্রমে আন্দ্রে হেরেরা এবং পাবলো সারাবিয়ার পা থেকে। সবচেয়ে বড় কথা দর্শকহীন স্টেডিয়ামে নয়, সেল্টিকের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। ঘরের মাঠে ৫ হাজার দর্শকের সামনে এদিন চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের প্রস্তুতি খানিকটা সেরে নিলেন নেইমাররা।কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিরুদ্ধে নামার আগে আগামী ৫ অগাস্ট আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে থমাস টাচেলের ছেলেরা। আগামী ১৩ অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ইতালির ক্লাবটির মুখোমুখি হবে তাঁরা।