সোজাসাপটা ডেস্ক , ২৪ জুলাই:- অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় সিইএসসি’র আঞ্চলিক অফিসের সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। সায়ন্তন বসু , সুরজিৎ সাহা প্রমুখ নেতৃবৃন্দ এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন । এদিন বেলা ১২টা নাগাদ হাওড়ায় সিইএসসির আঞ্চলিক অফিসের সামনে হাওড়া সদর জেলা বিজেপির পক্ষ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। বিজেপির অভিযোগ, ২০২১ এর নির্বাচনে সিইএসসি’র সঙ্গে তৃণমূলের আঁতাত হয়েছে। এই বর্ধিত বিলের টাকা তৃণমূলের পার্টি ফান্ডে চলে যাচ্ছে। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, এটা মানুষের প্রতিবাদ। আমরা কোভিড পরিস্থিতির মধ্যেও রাস্তায় নামতে বাধ্য হয়েছি । বিদ্যুতের এই অস্বাভাবিক বিল মানুষ কিভাবে দেবেন । একটা পলিটিক্যাল ফান্ডিং এর জন্য এত টাকা দেওয়া সম্ভব নয় ।
পাশাপাশি শ্রীরামপুর ও চুঁচুড়ায় বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবী লকডাউন পরিস্থিতিতে বিল মুকুব , লাগামছাড়া বিদ্যুতের বিল সংশোধনের দাবিতে বিদ্যুৎ দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদেরl হুগলির শ্রীরামপুর এর মরাদান এলাকার ঘটনা । শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু জানান গত তিন মাসের বিল মুকুব এর পাশাপাশি ভুতুড়ে বিল সংশোধন না করলে আগামী দিনে লাগাতার আন্দোলন করবে বিজেপি কর্মীরা ।হুগলী মোড় থেকে মিছিল করে চুঁচুড়া হুগলি ইলেকট্রিক অফিসের সামনে বিজেপি অবস্থান-বিক্ষোভ শুরু করলো আজ সকাল 11 টা নাগাদ বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতির নেতৃত্বে ঘেরাও চলছে। বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে।