স্পোর্টস ডেস্ক , ২৩ জুলাই:- এখন অনেক মানুষ বাড়ি থেকে অফিসের কাজ করছেন। আজ থেকে কয়েক মাস আগেও অনেক পেশার মানুষ ও সংস্থা যেটা ভাবতেও পারত না। মূলত আইটি প্রফেশনাল যাঁরা তাঁরাই কখনও সখনও বাড়ি থেকে কাজ করার সুযোগ পেতেন। কিন্তু করোনার প্রকোপ কমাতে দেশে লকডাউন হওয়ার পর থেকে অনেক পেশাতেই ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে। তবে এবার ক্রিকেটেও হতে পারে ওয়ার্ক ফ্রম হোম। কী অবাক হয়ে গেলেন? ম্যাচ হবে মাঠে। সেই ম্যাচের লাইভ ধারাবিবরণী বাড়ি থেকে কী করে করবেন ধারাভাষ্যকাররা। কিন্তু বিশেষজ্ঞরা আগেই বলেছেন, করোনা কিন্তু গোটা সমাজ ব্যবস্থার অনেক কিছুই বদলে দেবে। ইতিমধ্যে ধারাভাষ্যকার রা ক্রিকেট ম্যাচের ধারাবিবরণী নিজেদের বাড়িতে বসে দিয়েছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ক্রিকেট সম্প্রচার একটি সংস্থা ধারাভাষ্যকার দের জন্য এই সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছে।
আপাতত একটি ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যাপারটি দেখা হয়েছিল। ঠিক ছিল, সব ভাল মতো হলে এবার আইপিলেও ধারাভাষ্যকাররা বাড়িতে বসেই ধারাবিবরণী দেবেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল টি-থ্রি ক্রিকেট। সেখানে তিনটি দল একটি ম্যাচে খেলেছিল। ক্রিকেটের এই নতুন ফরম্যাট নিয়ে আলোচনা ছিল জোরদার। সেই ম্যাচে এবি ডিভিলিয়ার্স-এর দল সোনা জিতেছে। ওই ম্যাচে ইরফান পাঠান, দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মঞ্জরেকার নিজেদের বাড়ি থেকে ধারাবিবরণী দিয়েছিলেন। এমনকী ম্যাচটির সম্প্রচার করা সংস্থার একাধিক ক্রিউ মেম্বার বাড়ি থেকেই কাজ করেছিলেন। তাই এবার দুবাইতে আইপিএল অনুষ্ঠিত হলেও ভার্চুয়াল কমেন্ট্রি দেখা যেতে পারে। আপাতত তেমনই আভাস পাওয়া যাচ্ছে।