এই মুহূর্তে জেলা

পুলিশ বিজেপির ধর্না মঞ্চ খুলে দেওয়ায় চাঞ্চল্য রায়গঞ্জ শহরে।

রায়গঞ্জ , ২২ জুলাই:- পুলিশ জোরজবরদস্তি করে বিজেপির ধর্না মঞ্চ খুলে দেওয়ায় চাঞ্চল্য দেখা গিয়েছে রায়গঞ্জ শহরে। চোপড়া কান্ডে পুলিশ ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদ, ওই কিশোরীর খুনের দোষীদের শাস্তি ও বেছে বেছে দলের কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ শহরের জেলা কার্যালয়ের সামনে চলতে থাকা ধর্নামঞ্চ এদিন পুলিশ খুলে দেয়।এদিন দুপুর ২ টো নাগাদ দলের রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি ওই ধর্নামঞ্চে উপস্তিত থাকার কথা ছিলো।ঠিক তার আগেই বিশাল পুলিশ বাহিনী এসে ধর্নামঞ্চের মাইক খোলার নির্দেশ দেয়।প্রাথমিকভাবে বিজেপির পক্ষ থেকে তার প্রতিবাদ করা হলেও পুলিশ তাদের সিদ্ধান্তে অনড় থাকে।

পুলিশ আধিকারিকরা নিজেরা দাড়িয়ে থেকে মঞ্চ খুলতে বাধ্য করে।তার কারন অবশ্য পুলিশ জানায় নি।বিজেপির জেলা সম্পাদক বাসুদেব সরকার জানিয়েছেন, ” পুলিশ ও প্রশাসনের পক্ষপাতিত্ব ও চোপড়ার ঘটনার প্রতিবাদে গতকাল থেকেই আমাদের এই ধর্না চলছিলো। আজ রাজ্য সহ সভাপতির মঞ্চে আসার আগেই পুলিশ কোনও কারন না দেখিয়ে জোড় করে আমাদের ওই মঞ্চ খুলতে বাধ্য করে।এই ধর্নামঞ্চের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে আমাদের মৌখিক অনুমতি নেওয়া ছিলো।” যদিও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার টেলিফোনে জানিয়েছেন, এই সময় করোনা সংক্রমণ প্রতিরোধে রায়গঞ্জ শহরে লকডাউন চলছে। লকডাউন চলাকালীন কোনও সভা বা মিটিং মিছিল করার অনুমতি নেই। সেজন্যই ধর্না মঞ্চ তুলে দেওয়া হয়েছে।