এই মুহূর্তে খেলাধুলা

বাতিল ব্যালন ডি অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- করোনা ধাক্কায় প্রথমবারের জন্য বাতিল হল ব্যালন ডি অ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যালন ডি অ’রের ৬৪ বছরের ইতিহাসে এবারই প্রথম এই পুরস্কার দেওয়া বন্ধ রাখা হতে চলেছে। ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল মরসুমের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে আসছে। ব্যালন ডি’অর প্রতিবছর চারটি পুরস্কার ঘোষণা করে থাকে। এই ৪টি পুরস্কারের বদলে এবার ফ্রান্স ফুটবলের জুরিরা সর্বকালের সেরা একাদশ ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

ফ্রান্স ফুটবলের এডিটর ইন চিফ প্যাসকেল ফেরেরা এক বিবৃতিতে বলেছেন, করোনা ধাক্কার কারণে এবছর ফুটবল মরসুম ছোট হয়েছে। কয়েক মাসের এই মরসুমকে তারা অন্যবারের সঙ্গে তুলনা করতে চান না। সেই কারণেই এবার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন বলে জানিয়েছেন। এক বিবৃতিতে ফ্রান্স ফুটবলের এডিটর বলেছেন, ‘করোনাকালে অন্য বছরগুলোয় ফুটবল সাধারণত যে পরিস্থিতিতে হয় এবার তেমনটা করা যাচ্ছে না। প্রায় চার মাস ফুটবল বন্ধ ছিল। অনেক রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ফুটবল শুরু করতে হয়েছে। ফাঁকা মাঠে ফুটবল খেলতে হচ্ছে। এই রকম সময়ে কোনও মাপকাঠি দিয়ে কারুর শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না।’