স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- সপ্তম বারের জন্য লা লিগায় গোল্ডেন বুট জিতলেন লিয়োনেল মেসি। টপকে গেলেন অ্যাথলেটিক বিলবাওয়ের তেলমো জারার রেকর্ড। তেলমো জারা এই খেতাব জিতেছিলেন ৬ বার। গত মরসুমে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এই মরসুমে গড়লেন নয়া রেকর্ড। লিগের শেষ ম্যাচে আলভেসের বিরুদ্ধে দুই গোল করলেন লিও। যার ফলে এ বারের লিগে তাঁর গোলের সংখ্যা দাঁড়াল ২৫। যা দ্বিতীয় স্থানে থাকে করিম বেঞ্জেমার থেকে চার গোল বেশি।
মেসি ছাড়া গোল পেলেন আনসু ফাতি, লুই সুয়ারেজ, নেলসন সেমেডো।বার্সেলোনা জিতল পাঁচ গোলে। এই জয়ের ফলে বার্সেলোনা শেষ করল ৮২ পয়েন্টে। অন্যদিকে, শেষ ম্যাচ ২-২ ড্র করার পর রিয়েল মাদ্রিদ থামল ৮৭ পয়েন্টে। তবে এক ম্যাচ আগেই লা লিগে জিতেছে জিনেদিন জিদানের দল। এই নিয়ে টানা চার বার লা লিগায় গোল্ডেন বুট জিতলেন মেসি। মেসি অবশ্য ব্যক্তিগত রেকর্ডে তৃপ্ত নন। তিনি বলেছেন, “ব্যক্তিগত ট্রফি মূল্যহীন। সাত বার সর্বাধিক গোলদাতা হওযা গুরুত্বপূর্ণ কীর্তি ঠিকই। কিন্তু এর সঙ্গে লা লিগা খেতাব জিততে পারলে ভাল লাগত। যে ভাবে দল এই ম্যাচ খেলেছে, তা চ্যাম্পিয়ন্স লিগের আগে ইতিবাচক রাখছে আমাদের।”